Select Page

এবার মৌসুমী-ওমর সানীর সদস্য পদ স্থগিত করল শিল্পী সমিতি

এবার মৌসুমী-ওমর সানীর সদস্য পদ স্থগিত করল শিল্পী সমিতি

ঢাকাই চলচ্চিত্রে চলমান বিরোধ নতুন মাত্রা লাভ করেছে। এবার ‘আমি নেতা হবো’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মৌসুমী, ওমর সানীসহ ১০ জন শিল্পীর সদস্য পদ স্থগিত করা হয়েছে।

এনটিভি অনলাইন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসিতে বাংলাদেশ শিল্পী সমিতির কার্যকরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘মৌসুমী, ওমর সানীসহ ১০ জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। পুরো সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।’

২৩ জুন চলচ্চিত্র শিল্পী সমিতি ও বরেণ্য চিত্রনায়ক ফারুককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শাকিব খানকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

এরপর  ১৮ জুলাই ‘চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কেউ কাজ করবে না’ সিদ্ধান্ত জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে চলচ্চিত্র পরিবার। কাজ করলে শিল্পী সমিতি থেকে তাঁর সদস্যপদ বাতিলের কথাও জানানো হয়।

এ ঘোষণার পর থেকে শাকিব খানকে নিয়ে পুরোনো শুটিং শেষ না হওয়া ছবির প্রযোজকরা বিপাকে পড়েন। বাধ্য হয়ে ‘শাপলা মিডিয়া’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাইকোর্টে চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হয়।

ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ‘চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কেউ কাজ করবে না’ মর্মে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির কার্যক্রম তিনটি চলচ্চিত্রের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। ২৩ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।


মন্তব্য করুন