Select Page

এবার মৌসুমী হামিদ-শাকিব (ভিডিও)

এবার মৌসুমী হামিদ-শাকিব (ভিডিও)

 

shakib-moushumi-hamid

ইতোমধ্যে সিনেমাটির দুটি গান প্রকাশ হয়েছে। আর দুটিই রোমান্টিক ট্র্যাক। কোনোটিতেই নেই মৌসুমী হামিদ। এবার তাকে পাওয়া গেল ‘তুমি ছিলে’ শিরোনামের গানের ভিডিওতে।

বলছিলাম সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমা নিয়ে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানজয়া আহসান। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

মঙ্গলবার প্রকাশ হয় মৌসুমী-শাকিব অভিনীত গানটির সোয়া এক মিনিটের ভিডিও। ইতোমধ্যে প্রকাশিত টিজার, ট্রেলার ও গানের মাঝে সবচেয়ে প্রাণবন্ত মনে হয়ে ‘তুমি ছিলে’কে।

অনেকটা স্পেনিশ ধাঁচের নাচের সঙ্গে পাওয়া যায় দুই তারকাকে। আর শ্রুতিমধুর গানটির সুর ও সঙ্গীতও তেমন। গানটির দৃশ্যায়ন হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিতে।

কবির বকুলের লেখায় শওকত আলী ইমনের সুর-সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও তৌসিফ।

বৈশাখ উপলক্ষ্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’  মুক্তি পাবে ৮ এপ্রিল। ইতোমধ্যে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর সনদ পেয়েছে সিনেমাটি।

https://www.youtube.com/watch?v=68_7ejdY_iI&feature=share


মন্তব্য করুন