Select Page

এবার র‌্যাবের সঙ্গে দীপন ‘অপারেশন সুন্দরবন’

এবার র‌্যাবের সঙ্গে দীপন ‘অপারেশন সুন্দরবন’

পুলিশের দুঃসাহসিক অভিযান নিয়ে দীপঙ্কর দীপন নির্মাণ করেছিলেন তুমুল আলোচিত ‘ঢাকা অ্যাটাক’। পুলিশ নয়, এবার র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নতুন ছবি শুরু করতে চলেছেন, নাম ‘অপারেশন সুন্দরবন’।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর গুলশানের একটি রেস্তঁরায় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন দীপন।

তিনি জানান, র‌্যাবের সাহসি অভিযান নিয়ে নতুন এই ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুহীন। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে ‘অপারেশন সুন্দরবন’।

আসছে নভেম্বরে শুরু হবে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং। এরইমধ্যে কাস্টিং সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সব ঠিক থাকলে আগামী বছরেই ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।

‘ঢাকা অ্যাটাক’র পর বেশ কয়েকটি সিনেমার ঘোষণা দেন দীপন। তার সঙ্গে যুক্ত হলো ‘অপারেশন সুন্দরবন’।


মন্তব্য করুন