Select Page

এবার স্বাধীন বাংলা ফুটবল টিমে আরিফিন শুভ

এবার স্বাধীন বাংলা ফুটবল টিমে আরিফিন শুভ

তুমুল জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস। সেই সিনেমায় ক্যামিও রোলে ছিলেন আরিফিন শুভ। এবার ‘দেবী’ নির্মাতার দ্বিতীয় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই নায়ক।

সিনেমাটির প্রাথমিক নাম ‘ফুটবল ৭১’। গত ২০১৯-২০ অর্থবছরে অনুমোদন হয়েছে সরকারি অনুদান, আর শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।

গত ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী নির্মিত ‘দামাল’। এটির গল্প ১৯৭১’র স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে। সেই সঙ্গে এই সময়ের নারী ফুটবল দলের প্রসঙ্গও যুক্ত হয়েছে। আলোচিত ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিমের মতো তারকারা। শুভ এই সিনেমার প্রেক্ষাপটও একই।

এ বিষয়ে ৯ ডিসেম্বর বাংলা ট্রিবিউনকে আরিফিন শুভ বলেন, ‘অনেক দিন ধরেই অনম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। অবশেষে যুক্ত হলাম। ছবিটার প্রেক্ষাপট একাত্তরের সময়কার। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।’

আরো বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। কারণ, দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে তাল মিলিয়ে আমি চেষ্টা করি ভিন্ন কিছু করার। সেই চেষ্টা থেকেই অনম ভাই সুযোগটা দিলেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ আমি।’

অনম বিশ্বাস আগে জানিয়েছিলেন, ‘ফুটবল ৭১’ ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরেই। এজন্য তিনি বাংলাদেশের পাশাপাশি কলকাতায় গিয়েও শুটিং করবেন। বড় আয়োজনের এই ছবি নিয়ে তিনি কয়েক বছর ধরে গবেষণা করেছেন।

এর আগে সরকারি অনুদানে এনামুল কবির নির্ঝরের ‘নমুনা’য় অভিনয় করলেও শুভ সেই ছবি সেন্সরে আটকে আছে অনেক বছর।


Leave a reply