Select Page

এরশাদ-বিদিশাকে নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন এই বিখ্যাত পরিচালক!

এরশাদ-বিদিশাকে নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন এই বিখ্যাত পরিচালক!

সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার স্ত্রী বিদিশা এক সময় সারা দেশে আলোচনার ঝড় তোলেন। নানা ঘটন-অঘটনের পর তাদের ছাড়াছাড়িও হয়। তাদের প্রেমময় মুহূর্ত নিয়ে ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটা বই লিখেছিলেন বিদিশা। সেই বই নিয়ে নামি একজন নির্মাতা সিনেমা করতে চয়েছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বিদিশা জানান, এরশাদের বায়োপিক নির্মাণ করতে চান।

মূলত ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে আলোচনায় নিজের সুপ্ত ইচ্ছের কথা জানান। বিদিশা বলেন, আমাদের দেশের ডিরেক্টর এবং আর্টিস্টরা এখন অনেক ক্রিয়েটিভ। তারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন। আমার মনে হয়, হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেককিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারবো।

এসময় আরো বলেন, ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি বই লিখেছিলাম। এই বইটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কাজ করতে চেয়েছিলেন। বইটি আমার বায়োগ্রাফি। এতে ডেফিনেটলি বিশাল জায়গা জুড়ে আমার জীবনে এরশাদ সাহেব আছে।

এসময় বিদিশা বলেন, ‘আমি চিন্তাভাবনা করছি হুসেইন মুহাম্মদ এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়!’

অবশ্য মোস্তফা সরয়ার ফারুকী এখনো এ ধরনের ইচ্ছার কথা প্রকাশ্যে জানাননি। এবার বিদিশার জবানে সেই তথ্য জানা গেল। তবে কবে-কখন এমন আগ্রহ প্রকাশ করেছিলেন ফারুকী তা উল্লেখ করেননি।

সাক্ষাৎকারে বিদিশা জানান, ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো থান্ডার হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছে। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কি লস করেছেন।

তিনি বলেন, আমরা সবাই জানি শেখ হাসিনা ১৫ আগস্টে তার পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানোর কতো কষ্টের।

সঙ্গে যোগ করেন, আমি ৫০০ টাকা টিকেট কেটে এই সিনেমা দেখেছি। আমার কাছে মনে হয়েছে টিকেটের মূল্য বেশি। তাহলে সাধারণ মানুষ কি এই সিনেমা দেখতে হলে আসবে না? পশ শ্রেণীর মানুষরাই শুধু দেখবে?

বিদিশা বলেন, মেহনতী মানুষ থেকে শুরু করে পরবর্তী জেনারেশন যেন এই সিনেমা দেখতে পারে সেই ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, প্রত্যেক জেলায় জেলায় যদি সিনেমাটির দেখানো যায় তাহলে আরও ভালো হতো এবং টিকেটের মূল্য আরও কমানো উচিত। খবর চ্যানেল আই অনলাইন


মন্তব্য করুন