Select Page

ওজন কমাতে ছুটি নিলেন শাবনূর!

ওজন কমাতে ছুটি নিলেন শাবনূর!

shanoor-2গত ২০ মে শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। যাওয়ার আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির শ্যুটিং-ডাবিঙ এর কাজ শেষ করে গিয়েছেন। অস্ট্রেলিয়া যাবার আগে শাবনূর জানিয়েছিলেন তার মায়ের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি, এক মাস পরে ফিরবেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক শাবনূরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে – ওজন কমানোর তিন মাসের চ্যালেঞ্জ নিয়ে শাবনূর অস্ট্রেলিয়া গিয়েছেন, প্রয়োজনে এই সময় বাড়তে পারে।

সূত্র: দৈনিক প্রথম আলো


মন্তব্য করুন