Select Page

ওটিটি প্ল্যাটফর্মে ফারুকীর ‘নতুন প্রেমের তরী’

ওটিটি প্ল্যাটফর্মে ফারুকীর ‘নতুন প্রেমের তরী’

অনেক দিন ধরে ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনা নিয়ে বলছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তরুণদের নির্মাতার সাম্প্রতিক কিছু ওয়েব কনটেন্টের প্রশংসাও করেছেন। এবার জানালেন ওটিটি প্ল্যাটফর্মে তরী ভিড়িয়েছেন তিনি।

ফারুকী ফেসবুকে লেখেন,

“নতুন প্রেমের তরী

…..

পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েকবছর ধরেই অনুভব করছিলাম! এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনো দ্বিধাও ছিলো না! এক সময় টিভির জন্য কাজ করতাম! তারপর থিয়েটারের জন্য সিনেমা বানানোর সুযোগ আসলো! এখন সারা দুনিয়া জুড়েই ওটিটি বড় পরিবর্তনের সূচনা করেছে! সারা দুনিয়ার ফিল্মমেকাররাই ওটিটি নিয়ে ভাবছে বা কাজ করছে! আমিও গত কয় বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম! তারপরও বেশ কয়টা বছর লেগে গেলো! লম্বা ডিলিড্যালি শেষে অবশেষে ওয়েবের জন্য আমার প্রথম কাজটা করতে যাচ্ছি!

গত তিন বছর ধরে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেই মিটিং হচ্ছিলো! কয়েকটা মিটিংয়ের পর গল্প লক করে ফেলেছিলাম, এরকমও হয়েছে বহুবার! তারপর কয়দিন পরে মনে হয়েছে, না, এই গল্পটা করতে চাইনা! অন্য কিছু করতে চাই! বলেই আবার পিছুটান!

এইভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজলো, মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন কিছু চ্যালেন্জ ছুঁড়ে দিতে পারছে! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারো প্রেমে পড়ার মতোই! প্রেমে পড়ার অনুভূতি না হইলে কাজ করে সুখ আর কি!

গল্পের নাম, অভিনেতা-অভিনেত্রী, টেকনিক্যাল টিম, কোন প্ল্যাটফর্মের জন্য করছি, এইসবই আমরা সময় মত জানাবো! শুধু এইটুকু বলতে পারি গত প্রায় তিন মাস ধরে আমরা- আমরা মানে আমাদের কাস্ট এন্ড ক্রু টিম- মন-প্রাণ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছি এই কাজটার জন্য! কাজটা আপনাদের মনে ধরলেই আমাদের এই পরিশ্রম কাজে আসবে!

উইশ আস লাক, ফোকস! প্রেমে তরী যেনো ঠিকমতো  বাইতে পারি!”

তবে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে ফারুকী কাজ করছেন জানা যায়নি।


মন্তব্য করুন