Select Page

ওয়ার্ক পারমিট ছাড়াই শাকিবের বিপরীতে শুটিং করছেন কলকাতার নায়িকা

ওয়ার্ক পারমিট ছাড়াই শাকিবের বিপরীতে শুটিং করছেন কলকাতার নায়িকা

শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং করছেন কলকাতার দর্শনা বণিক। অথচ বাংলাদেশে তার ওয়ার্ক পারমিটের আবেদন এখনও অনুমোদন পায়নি বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর জানায়, ১০ মার্চ ঢাকায় এসে ১১ মার্চ থেকেই পাবনা সদরের একটি রিসোর্টে চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেন দর্শনা।

দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী দেশের বাইরের কোনো শিল্পী দেশের চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ‘ওয়ার্ক পারমিট’ নেওয়ার বিধি রয়েছে।

সপ্তাহখানেক আগে কলকাতার এ নায়িকার শুটিংয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রস্তাব পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন সংবাদমাধ্যমটিকে জানান, পাঁচ দিন আগে সুপারিশসহ প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তবে এফডিসি থেকে পাঠানো ওই প্রস্তাব এখনও অনুমোদন পায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম।

অনুমোদন পাওয়ার আগেই দর্শনার শুটিংয়ের বিষয়টি অবহিত করা হলে সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাদের ‘নলেজে’ নেই।

তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার আগে বিদেশি শিল্পীর শুটিংয়ে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার সকালে পাবনা থেকে দর্শনা বণিক বলেন, তিনি শুটিংয়ে অংশ নেওয়ার আগে ‘ওয়ার্ক পারমিট নিয়ে’ ১০ মার্চ ঢাকায় এসেছেন।

কিন্তু তথ্য মন্ত্রণালয় বলছে, অনুমোদন দেওয়া হয়নি; তাহলে ওয়ার্ক পারমিট কোথায় পেয়েছেন?

এমন প্রশ্নের জবাবে দর্শনা বলেন, “বাংলাদেশের ফিল্মের টিম থেকে বিষয়টি করা হয়েছে। আমি ঠিক বলতে পারব না। ছবির পরিচালক সুমন (ওয়াজেদ আলী সুমন) ভালো বলতে পারবেন; উনার সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে দাবি করেন, সোমবার ‘ওয়ার্ক পারমিট’ হাতে পেয়েছেন তারা।

কিন্তু মঙ্গলবারও তথ্য মন্ত্রণালয় বলেছে, অনুমোদন দেওয়া হয়নি- তাহলে কীভাবে তা হাতে পেলেন?

এ প্রশ্নে সুমন বলেন, “গতকাল এসেছে কিনা আমি জানি না। আমি এই বিষয়টি দেখছি না। এখানে যারা ম্যানেজমেন্টে আছে তারাই বিষয়টি দেখছে। তারা বলছে, পেয়েছে।”

দর্শনা পাবনায় ছয় দিন ধরে শুটিং করছেন; তিনি আরও ১০ দিন শুটিংয়ে পাবনায় থাকবেন বলে জানিয়েছেন।

এর আগে ২০১৭ সালেও পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ নামে একটি ছবির শুটিংয়ে ওয়ার্ক পারমিট ছাড়া অংশ নিয়েছিলেন কলকাতার বনি সেনগুপ্ত।

একই বছরের অগাস্টে ওয়ার্ক পারমিট ছাড়া একটি টিভি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ায় কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’-এর সদস্য সচিব গাজী রাকায়েত। পরে সেই শুটিং স্থগিত করা হয়েছিল।

২০১৮ সালের দিকে রাজধানীর উত্তরায় পরিচালক অনন্য মামুনের পরিচালনায় ‘ফোন এক্স’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালে বিদেশী শিল্পীদের ‘ওয়ার্ক পারমিট’ না থাকায় শুটিং স্থগিত করা হয়েছিল।


মন্তব্য করুন