Select Page

তৃতীয় সিনেমায় এসে সেন্সর ছাড়পত্র পেলেন অনন্য মামুন

তৃতীয় সিনেমায় এসে সেন্সর ছাড়পত্র পেলেন অনন্য মামুন

পরপর দুটি সিনেমা সেন্সর বোর্ডে ‘প্রত্যাখাত’ হওয়ার পর তৃতীয়টিতে সুখবর পেলেন অনন্য মামুন।

এর আগে ওটিটিতে মুক্তি পাওয়া ‘নবাব এলএল.বি’তে পুলিশের চরিত্রকে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগে এই করোনাকালেও জেল খেটেছেন মামুন। সেই ছবির নিয়ে ছিল সেন্সর বোর্ডে আপত্তি। এরপর আরেক ছবি ‘মেকআপ’কে ‘অপ্রদর্শনযোগ্য’ বলে সর্বসম্মতিক্রমে আটকে দেয় সেন্সর বোর্ড।

এরই মাঝে অল্প সময়ের মধ্যে নির্মাণ করলেন আরেকটি ছবি ‘কসাই’। ধরেই নেওয়া হচ্ছিলো, ক্রাইম-থ্রিলার ঘরানার রক্তাক্ত এই ছবিটিও আটকে যাবে। ঘোষণা আসবে ‘অপ্রদর্শনযোগ্য’! তা আর হলো না। ১৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে অনন্য মামুনকে জানানো হয় সুখবর। ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন সদস্যরা। নেই কোনও আপত্তি। ছবিটি ‘প্রদর্শনযোগ্য’!

অনন্য মামুন এমন খবর পেয়ে বেশ উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবশেষে আমি ছাড়পত্র পেলাম। মনে হলো এটা সিনেমার ছাড়পত্র নয়। আমি নিজেই এই স্বাধীন রাষ্ট্রের নাগরিক ‍হিসেবে বাঁচার ছাড়পত্র পেলাম। আমি কৃতজ্ঞতা জানাই বোর্ডের সকল সম্মানিত সদস্যদের। আমাকে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য।’

মামুন জানান, দুই এক দিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন। এরপরই এটি মুক্তির দিন-ক্ষণ চূড়ান্ত করবেন। তার ইচ্ছে ছবিটি ঈদে মুক্তি দেওয়ার। সঙ্গে মুক্তি পাবে আই থিয়েটার নামের ওয়েব প্ল্যাটফর্মেও।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। আরও আছেন নিরব, নওশাবা, প্রিয়মনি প্রমুখ।

এদিকে ‘কসাই’ ছাড়পত্রের আগেই ‘অপ্রদর্শনযোগ্য’ ‘মেকআপ’ ছবিটি প্রদর্শনের ঘোষণা দিয়েছেন অনন্য মামুন। তবে সেটি প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। যেখানে এর আগে তিনি মুক্তি দিয়েছিলেন শাকিব খান অভিনীত ‘নবাব এলএল.বি’।


মন্তব্য করুন