Select Page

‘ওয়ার্নিং’ এর অডিও প্রকাশ

‘ওয়ার্নিং’ এর অডিও প্রকাশ

jh

মুক্তি প্রতীক্ষিত ‘ওয়ার্নিং‘ চলচ্চিত্রের বেশ কয়েকটি গান ইতোমধ্যে জনপ্রিয় পেয়েছে। এবার চলচ্চিত্রটির সবগুলো গান নিয়ে প্রকাশিত হলো অডিও অ্যালবাম। মঙ্গলবার এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ এর অ্যালবাম প্রকাশের ঘোষণা দেয়া হয়।

অডিওটি প্রকাশিত হয় টাইগার মিডিয়ার ব্যানারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক টফি খান, নির্মাতা সাফি উদ্দিন সাফি, অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী মাহিয়া মাহি, সংগীত পরিচালক শওকত আলী ইমন সহ আরো অনেকেই।

qw

কবির বকুলের লেখায় ও শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় ছবির গানে কণ্ঠ দিয়েছেন জেমস, শাফিন আহমেদ, কনা, ন্যান্সি, রুমা, রুপম, দিনাত জাহান মুন্নী এবং তৌসিফ।

৯ জানুয়ারি ‘ওয়ার্নিং’ মুক্তি পাবে সারাদেশে।


মন্তব্য করুন