Select Page

কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান

কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান

ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভোকাল কর্ডে বেশ কয়েক বছর আগে একটি রোগ ধরা পড়ে, যেটি মূলত ২০১৮ সাল থেকে শুরু হয়। এরপর থেকেই তিনি আর আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না। এমনকি, আদৌ তিনি আর গাইতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কিত তাহসান।

তাহসান বলেন, ‘২০১৮ সালে কণ্ঠনালিতে সমস্যা ধরা পড়ার পর আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। এ কারণে গান অনেক কমে গেছে।’

মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তাহসানের। বদল এনেছেন খাদ্যাভ্যাসেও।

তাহসান বলেন, ‘আজকে হয়তো একটা বড় কনসার্ট আছে, আমাকে তো গাইতেই হবে। এ রকমও হয়েছে যে, আমার কণ্ঠনালির অবস্থা খুবই খারাপ। গলার ব্যথায় কথাও বলতে পারছি না। কিন্তু আমাকে ওই দিনও হয়তো এক ঘণ্টা গান গাইতে হবে। এমনও হয়েছে, আমি যে লেভেলে পারফর্ম করি, সেটা হয়তো দিতে পারিনি। কিন্তু আমি খু্ই ভাগ্যবান, শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।’

ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এ কথাটা এ কারণে বললাম যে, যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার অ্যাবিলিটি (কমে আসছে)। ভক্তদের এটা এজন্য জানিয়ে দিলাম যে, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।’

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান।

বিরতি ভেঙে অভিনয়ে ফেরা প্রসঙ্গে বলেন, “গানে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে দূরে ছিলাম। তখনই ওটিটির উত্থান হয়েছে। বিভিন্ন প্ল্যাটফরম থেকে অনেক প্রস্তাব আসছিল, বেশির ভাগই থ্রিলারের নামে খুন, মারামারির গল্প; তাই আগ্রহ বোধ করিনি। তবে চরকি থেকে যখন ‘বাজি’র চিত্রনাট্য আমার কাছে এলো, মনে হয়েছিল এই চরিত্রে কিছু করা যাবে। গল্পটাও ব্যতিক্রম, ক্রিকেট নিয়ে এমন গল্প আগে বলা হয়েছে বলে মনে হয় না।”

প্রথমবার ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন তাহসান। নিজের চরিত্র সম্পর্কে খুব বেশি খোলাসা করেননি, কোনো ক্রিকেটারের জীবনের ছায়া থেকে অনুপ্রাণিত কি না তা-ও জানাতে চাননি। শুধু বলেছেন, ‘এক জনপ্রিয় ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছি, যার জীবনে অনেকগুলো বাঁক। সেই বাঁকের সঙ্গে জড়িয়ে যায় বাজির গল্পও।

২০১৮ সালের প্রশংসিত ছবি ‘মাটির প্রজার দেশে’র প্রযোজক আরিফুর রহমান এই সিরিজের পরিচালক। এর আগে চরকির জন্য করেছিলেন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘স্কুটি’। এবারই প্রথম করেছেন সিরিজ। তাঁর নির্মাণ প্রতিভায় মুগ্ধ তাহসান। বলেন, ‘সত্যি বলতে, শুরুতে তাঁকে নিয়ে দ্বিধায় ছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম, তিনি নতুন হলেও বেশ মেধাবী। আর নতুন নির্মাতাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কাজ করে সফল হওয়াটাও বেশ আনন্দের।’

ওটিটিতে এর আগে ‘দ্বিতীয় কৈশোর’, ‘ছক’ নামে দুটি ওয়েব ছবি ও সিরিজ ‘বিউটি অ্যান্ড বুলেটস’ করলেও তাহসান ‘বাজি’কেই প্রথম ওটিটির কাজ ধরতে চান। কারণটাও বললেন, ‘আগেরগুলো ওটিটির জন্য বানানো হয়নি, তবে ওটিটিতে মুক্তি দেওয়া হয়।’

‘বাজি’তে আরো আছেন মীম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা, পার্থ শেখ এবং সাংবাদিক চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা। সাবেক দম্পতি ও জুটি তাহসান-মিথিলা আবারও একসঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন, খবরটা বেশ আগেই চাউর হয়েছিল। তবে তাহসান এ প্রসঙ্গে বলেছেন একটু ভিন্ন কায়দায়, ‘প্রচারণার জন্য পত্রপত্রিকা নানা কথা লিখতে পারে, অনেক সময় যার কোনো ভিত্তি থাকে না। এই সিরিজে মনোজ প্রামাণিকসহ অন্য অভিনয়শিল্পী যারা আছেন, তাদের অনেকের সঙ্গেই আমার কোনো দৃশ্য নেই। দর্শক সিরিজটা দেখলেই বুঝতে পারবেন, তখন সব ধোঁয়াশা কেটে যাবে।’

শিগগিরই অভিনয়ে ব্যস্ত হচ্ছেন না তাহসান। ‘বাজি’তে অভিনয়ের জন্য গানের অ্যালব্যামের কাজ পিছিয়ে গেছে। তবে শ্রোতাদের এ বছরই নিজের নতুন অ্যালবাম উপহার দিতে চান, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। খবর আজকের পত্রিকাকালের কণ্ঠ


মন্তব্য করুন