Select Page

কতটা দূরে সরবে ‘পরবাসিনী’?

কতটা দূরে সরবে ‘পরবাসিনী’?

porobashini

স্বপন আহমেদ পরিচালিত ছবি ‘পরবাসিনী’র শুটিং কবে শুরু হয়েছিল সম্ভবত কলা-কুশলীরাও এতোদিনে ভুলে গেছেন। নায়ক-নায়িকা থেকে শোকেশন সবকিছু পাল্টেছে বারবার। বছর তিন-চারেক সময় নিয়ে মুক্তির জন্য প্রস্তুত হয়েও বারবার পিছিয়ে যাচ্ছে। আবারও তা ঘটল।

চলতি মাসের ১৫ তারিখে ছবিটি মুক্তির তারিখ চূড়ান্তভাবে ঘোষণা দিলেও আলোর মুখ দেখেনি ছবিটি। এ ক্ষেত্রে কারণ হিসেবে পরিচালক জানান, নববর্ষ উপলক্ষে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘শঙ্খচিল’ মুক্তির কারণে পরবাসিনী ছবিটিকে পিছিয়ে দিতে হয়েছে। এবার দু’এক সপ্তাহ নয় একেবারে তিন মাস পিছিয়ে দেয়া হয়েছে।

এদিকে বুকিং এজেন্টদের পাশাপাশি বারবার মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার কারণে দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ কমে যাচ্ছে বলে মনে করেন।

‘পরবাসিনী’তে অভিনয় করেছেন ইমন, রিতা মজুমদার, সোহেল খান, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, অপ্সরাসহ বেশ কয়েকজন বিদেশী শিল্পী।


১ টি মন্তব্য

মন্তব্য করুন