Select Page

কথা রাখলেন জয়া, দ্বিতীয় ছবির নাম ‘ফুড়ুৎ’

কথা রাখলেন জয়া, দ্বিতীয় ছবির নাম ‘ফুড়ুৎ’

# দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেন জয়া আহসান, নাম ‘ফুড়ুৎ’
# হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে হলেও এবার তিনি একেবারে মৌলিক গল্পের পথে হাঁটছেন
# অভিনয়শিল্পী, গল্প, পরিচালক, কলাকুশলীসহ অনেক কিছু নির্ধারণ হয়ে গেলেও এসবের কিছুই এখন বলতে চাইছেন না জয়া
# আরও জানালেন ‘ফুড়ুৎ’ তিনি অভিনয় করতে চান না
# নির্বাচনের পর জানানো হবে বিস্তারিত

গত কয়েক বছরে নতুন প্রযোজনা সংস্থা থেকে যারাই ‘হিট’ সিনেমা দিয়েছেন, তাদের আবার দ্রুত প্রযোজনায় দেখা যায়নি। ব্যতিক্রম নজির স্থাপন করতে যাচ্ছেন জয়া আহসান। ‘দেবী’ মুক্তির পর প্রযোজনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে, সেই কথা রাখলেন। প্রথম সিনেমা মুক্তির পঞ্চাশতম দিনে এলো নতুনটির ঘোষণা।

জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা থেকে নির্মিত হবে ‘ফুড়ুৎ’। প্রথম ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে হলেও এবার তিনি একেবারে মৌলিক গল্পের পথে হাঁটছেন। ‘ফুড়ুৎ’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অভিনয়শিল্পী, গল্প, পরিচালক, কলাকুশলীসহ অনেক কিছু নির্ধারণ হয়ে গেলেও এসবের কিছুই এখন বলতে চাইলেন না জয়া।

তবে ইঙ্গিত দিয়েছেন, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবিতে অভিনয় করতে চাইছেন না তিনি।

জয়া প্রথম আলোকে বললেন, ‘আমি না থাকার চেষ্টা করছি। ছবির গল্পের সঙ্গে মানানসই কাউকে পেলে আমি থাকব না। গল্পের কথা মাথায় রেখে কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে কথা বলেছি। কথাবার্তা চালিয়ে যেতে হচ্ছে। কাউকে চূড়ান্ত করিনি বলে এখনই কিছু বলতে চাচ্ছি না।’

জয়া প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘ফুড়ুৎ’র প্রথম পোস্টার

জয়া আহসান মনে করছেন, একটি ছবির শুটিং শুরুর আগে প্রি-প্রোডাকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সেদিকটায় বেশি মনোযোগী তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশে কাজ করে দেখেছি, প্রি-প্রোডাকশনকে তাঁরা অনেক গুরুত্ব দেন। একটি ছবির শুটিং শুরুর আগে প্রি-প্রোডাকশনেই অনেক বেশি সময় প্রয়োজন। আপাতত কাজটা আগে মন দিয়ে করতে চাই।’

নতুন ছবির বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘এই ছবিটি কমেডি, ড্রামা, নস্টালজিয়া, ড্রিমস কাম ট্রু—এক কথায় এটি একটি আধুনিক রূপকথা। কিন্তু মানুষগুলো আসল। এর বেশি আর কিছু এখনই বলতে চাই না।’

জাতীয় সংসদ নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে ছবিটির বিস্তারিত তুলে ধরবেন জয়া আহসান। আগাম এতটুকুই জানিয়েছেন, এ ছবিতে আউটডোর শুটিং বেশি। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে শুটিং পরিকল্পনা করা হচ্ছে। ইচ্ছে আছে গ্রীষ্মের সময় ছবিটির শুটিং শুরু করার।


মন্তব্য করুন