Select Page

কবরীর আত্মজীবনী ‘স্মুতিটুকু থাক’

কবরীর আত্মজীবনী ‘স্মুতিটুকু থাক’

গুণী অভিনেত্রী কবরী প্রথমবারের মতো একুশের বইমেলায় এলেন লেখক পরিচয়ে। ‘স্মৃতিটুকু থাক’ শিরোনামে কবরীর এই আত্মজৈবনিক রচনায় ঢাকাই সিনেমার সদর-অন্দরের পাশাপাশি এই শিল্পের ওপর যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী রাজনীতির অভিঘাতের কথাও উঠে এসেছে। সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবিতে অভিষেকের পর অর্ধশতকে দুই শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন কবরী। শীর্ষ পাঁচ ঢাকাই নায়কের অভিষেক ঘটেছে তার হাত ধরেই।

বই লেখা প্রসঙ্গে কবরী বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর সময়গুলোর গল্প অনেকেই জানেন না। তাই আমার অজানা কথা ভক্তদের জানানোর জন্য এই আত্মজীবনী বইটি প্রকাশ করেছি।’

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন