Select Page

কবরীর সিনেমার শেষ খবর

কবরীর সিনেমার শেষ খবর

kabari

‘এই তুমি, সেই তুমি’। বর্ষীয়ান অভিনেত্রীর কবরী নির্মিতব্য দ্বিতীয় সিনেমা। গল্প, অভিনয়শিল্পী চূড়ান্ত হয়েছে বেশ আগে, কিন্তু প্রযোজক পাচ্ছেন না। এ নিয়ে আগেও তিনি হতাশা প্রকাশ করেছেন।

সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছবি বানাতে দেড় কেটি টাকা লাগবে। পরিচিতজনদের সঙ্গে কথা বলেছি। কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছি। শুরুতে তারা আমাকে আশ্বাস দিলেও পরে আর কোনো খবর নেই। তাদের ব্যবহারে খুব হতাশ হয়েছি।’

কবরী আরও বলেন, ‘আমি এমন একটি ছবি বানাতে চাই, যে ছবি বাংলাদেশের মানুষের কথা বলবে। দুঃখজনক হলেও সত্য, এত মানুষকে ছবিটির ব্যাপারে বলার পরও তাঁরা কেন গড়িমসি করছেন, বুঝতে পারছি না।…. চলচ্চিত্রের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে আমি জড়িত। অথচ সেই আমি যখন একটা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছি, তখন কোনো সহযোগিতা পাচ্ছি না! সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ও কিন্তু আমাকে সহযোগিতা করতে পারে।’

দুই প্রজন্মের দুই জুটি নিয়ে ‘এই তুমি, সেই তুমি’ ছবির গল্প এগিয়ে যাবে। এর মধ্যে একটি জুটি হচ্ছেন কবরীআলমগীর। আরেকটি জুটি হবে আরিফিন শুভ ও কলকাতার এক অভিনেত্রী। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য কবরীর লেখা।


মন্তব্য করুন