Select Page

কবে আসবে ‘নবাব’?

কবে আসবে ‘নবাব’?

বেশ আগেই তৈরি হয়েছে শাকিব খান অভিনীত ‌‘নবাব’। প্রথমে ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তির কথা থাকলেও তা পেরিয়ে গেছে অনেক আগেই। প্রকাশ পেয়েছে ফার্স্টলুকও। কিন্তু মুক্তির দিনক্ষণ নিয়ে কোনো ঘোষণা দিচ্ছে না জাজ মাল্টিমিডিয়া

তবে জাজের নীরবতায় বাগড়া দিয়েছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ। ‘নবাব’ সামনের ঈদে সেখানে মুক্তি পাচ্ছে। তেমনটাই লিখেছে ফার্স্টলুকে।

ঈদে বরাবরের মতো একাধিক ছবি নিয়ে আসছেন শাকিব। এ তালিকায় আছেন নাম ঠিক না হওয়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি ছবি ও বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’। তবে দ্বিতীয় সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি আছে।

এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, ‘নবাব’ ঈদের জন্য নির্মিত হয়নি।

তা সত্ত্বেও, আগের বছরের মতো পর্দা দখলে রাখতে জাজের কাছে ‘নবাব’-এর বিকল্প নেই। একই ঈদে প্রতিষ্ঠানটি আরো মুক্তি দেবে জিৎ অভিনীত ‘বস টু’।


মন্তব্য করুন