Select Page

ভিডিও-তে তুষি জাইবের রোমান্স

ভিডিও-তে তুষি জাইবের রোমান্স

কিছুদিন আগেই জানা গিয়েছিল, আইসক্রিম চলচ্চিত্রের পর নাজিফা তুষি এবং ইফতেখার জাইবকে আবারও দেখা যাবে। তবে চলচ্চিত্রে নয়, মিউজিক্যাল ফিল্মে। গতকাল মুক্তি দেয়া হল সেই প্রতিক্ষীত মিউজিক্যাল ফিল্ম ‘না’। পর্দা জুড়ে তুষি আর জাইবের রোমান্স ছাড়াও গোলাগুলিসমৃদ্ধ অ্যাকশন দৃশ্যও পাওয়া গেল ‘না’-তে।

পেশাদার খুনি জায়েব ভালোবেসে বিয়ে করে তুষিকে। বেশ হেসে খেলেই যাচ্ছিলো তাদের ছোট্ট সংসার। পুরো পৃথিবীর কাছে জায়েব খুনি হলেও তুষির কাছে জায়েব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তেমনি জায়েবের পুরো পৃথিবী ছিলো তুষি। জায়েবের এমন ঘৃণ্য পেশা জেনেও তুষি জায়েবকে ভালোবাসে পাগলের মত। হঠাৎ জায়েবের এক কর্মফলে সে চিরতরে হারায় তুষি।

এমন গল্প নিয়ে রকশিল্পী রনির কন্ঠে গাওয়া গানের ছন্দে মিলিয়ে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন মুস্তাফি শিমুল। গানের কথা, সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী। সিএমভির ব্যানারে গানটি নির্মিত হয়েছে।

শুক্রবার মগবাজারে সিএমভির কার্যালয়ে এ গানটি সকলের জন্য উন্মুক্ত করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি গানটির ভূয়সী প্রশংসা করেন।

শিল্পী রনি তার ‘না’ মিউজিক্যাল ফিল্ম সম্পর্কে বলেন, আমরা চেষ্টা করেছি চলমান অডিও এবং ভিডিও ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে। চেষ্টা ছিলো রক গানের সূত্র ধরে একটি স্বল্পদৈর্ঘ্য থ্রিলার ফিল্ম তৈরির। সেটি এবার তুলে দিলাম সবার হাতে। বিচারের ভার আপনাদের কাছে।

না’র নির্মানে ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দত্ত, সম্পাদনায় মুস্তাফি শিমুল এবং শাহরিয়ার পলক। প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরির সহায়তায় এটি নির্মিত হয়েছে। ইতোমধ্যেই গানটি দর্শকের প্রশংসা পেতে শুরু করেছে।

ইউটিউচ ছাড়াও অডিও গানটি এখন শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ-এ।


মন্তব্য করুন