Select Page

কবে আসবে ‘পুনর্জন্ম ৩’, জানালেন ভিকি জাহেদ

কবে আসবে ‘পুনর্জন্ম ৩’, জানালেন ভিকি জাহেদ

ভিকি জাহেদের সাসপেন্স ঘরানার টিভি ফিকশন ‘পুনর্জন্ম ৩’ আসতে চলেছে শিগগিরই। সেই ইঙ্গিত দিলেন জনপ্রিয় এই নির্মাতা।

এক সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, আর বেশিদিন অপেক্ষা করা লাগবে না রাফসান হকের নতুন  রান্না দেখার।  অবশ্য দ্বিতীয় পর্বের শেষে এতকিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে রান্নার ফুরসত মিলে কিনা সন্দেহ।

২৫ জুলাই ফেসবুকে ‘পুনর্জন্ম’-এর একটি ফ্যানমেড পোস্টার শেয়ার করেন ভিকি। এরপর কমেন্টের ঘরে লেখেন, ‘হয়তো আগামী মাসেই…’। অর্থাৎ, আগস্টে প্রচার হতে পারে।

অবশ্য দ্বিতীয় কিস্তির ঘোষণা এসেছিল গত বছরের ২৮ জুলাই।  পরে চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর প্রচার হয়। প্রশ্ন থেকে যায়, এবারও তেমন হবে কিনা!

এ সিরিজের প্রধান কয়েকটি চরিত্রে আছেন আফরান নিশো,  মেহজাবীন চৌধুরী,  কাজী নওশাবা আহমেদ ও শাহেদ আলী।

সিরিজের প্রথম কিস্তি নাটক হিসেবে প্রচার হলেও পরেরটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর সনদ পাওয়া।


মন্তব্য করুন