Select Page

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

কিংবদন্তি অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানান, গত ৫ এপ্রিল রাতে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।

নূর উদ্দিন বলেন, ‘শনিবারের দিকে জ্বর আসে ম্যাডামের। শরীরে ব্যথাও ছিল। নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন। কেবিনেই আছেন ম্যাডাম।’

সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী৷ এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি৷

সিনেমা প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। পরিচালক হয়েও নির্মাণ করেছেন সিনেমা৷ দীর্ঘ ১৪ বছর পর হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমা নির্মাণে। ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী।

সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয়ও করবেন কবরী। কবরী পরিচালিত প্রথম সিনেমা ছিল ‘আয়না’।


মন্তব্য করুন