Select Page

করোনা আতঙ্কে ‘নায়িকা’ দিঘীর শুটিং বন্ধ

করোনা আতঙ্কে ‘নায়িকা’ দিঘীর শুটিং বন্ধ

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাস্টিং ডিরেক্টর হিসেবে আছেন শামীম আহমেদ রনী। সিনেমাটির শুটিংও টানা চলছিল। হঠাৎ রনীর ঠান্ডা জ্বর হওয়ায় সিনেমাটির শুটিং ইউনিটের সবাই করোনা আতঙ্কে ভুগতে থাকেন। পরে প্রযোজক শুটিং বন্ধ করে দেন। আর এ ছবিতেই নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে এক সময়ের সেলিব্রিটি শিশুশিল্পী দিঘীর।

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার শুটিং গত মাসের শেষ সপ্তাহে এফডিসিতে শুরু হয়। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে সিনেমাটির শুটিং গতকাল থেকে বন্ধ রয়েছে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম খান কালের কণ্ঠকে বলেন, ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার টানা শুটিং করার কথা ছিল। হঠাৎ করে কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনী ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। এতে শুটিং ইউনিটের সকলের মাঝে প্রভাব পড়ে। আতঙ্ক নিয়ে সিনেমার কাজ করা যায় না। তাই কাজ বন্ধ করে দিয়েছি।

শামীম আহমেদ রনী করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়েছেন। এখনো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এই প্রযোজক।

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান।

এ দিকে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’-এর গল্প নিয়ে দিঘী প্রথম আলোকে বলেন, ছবিটা কিশোর বঙ্গবন্ধুর ওপর। আমাকে দেখা যাবে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর ভূমিকায়। শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে আমাকে দেখা যাবে কিশোরী রেণুর ভূমিকায়। সেটার শুটিং শুরু হওয়ার কথা ছিল মার্চে। তাই অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল।

সহশিল্পী শান্ত খানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? উত্তরে জানান, শান্ত আসলে খুবই শান্ত, অন্তর্মুখী স্বভাবের। আমিই চেষ্টা করছি সহজ করার। ফেব্রুয়ারিতে অভিনয় শিল্পী সংঘের পিকনিকে প্রথম আমাদের দেখা হলো। ওই দিন টুকটাক কিছু কথা হয়েছিল। তারপর ফেসবুকে কয়েকবার কথা হয়েছে। সেদিন সেটে গিয়েও আলাপ হলো। আশা করি, একসঙ্গে অভিনয় করার সময় বোঝাপড়াটা হয়ে যাবে। ভালো কাজের জন্য সেটি খুবই জরুরি।

এর পর এ জুটি মালেক আফসারী ‘ধামাকা’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। দিঘী ও শান্তকে নিয়ে কাজী হায়াৎ, এফ আই মানিক ও অপূর্ব-রানার পরিচালনায় সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলেও জানান সেলিম খান।


মন্তব্য করুন