Select Page

যৌথ প্রযোজনার ছবিতে কুসুম শিকদার

যৌথ প্রযোজনার ছবিতে কুসুম শিকদার

Kusum Shikderকুসুম শিকদার মূলত ছোটপর্দার অভিনেত্রী। চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছেন লালটিপ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে গহীনে শব্দ সিনেমার মাধ্যমে প্রশংসিত হলেও দুটি ছবির কোনটিই বাণিজ্যিক সফলতা পায় নি। তবে, কুসুম শিকদার থেমে নেই। এবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি।

পশ্চিমবঙ্গের খ্যাতিমান তারকা প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন কুসুম। ভারতের গুণী নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত এই ছবির নাম শঙ্খচিল। যৌথভাবে ছবিটি নির্মান করবে ইমপেক্স টেলিফিল্ম, আশির্বাদ চলচ্চিত্র।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানাসংক্রান্ত ট্র্যাজেডি ধরেই এগোবে সিনেমার কাহিনী। এতে বলা হবে এমন এক দম্পতির গল্প- অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য যারা কলকাতা যাবেন। তাদের টানাপোড়েন নিয়ে পারিবারিক মেজাজের এই সিনেমা নির্মিত হবে।

৩ মার্চ থেকে ‘শঙ্খচিল’ সিনেমার শুট্যিং শুরুর কথা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে ছবিটির শ্যুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক।

 


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares