Select Page

কলকাতায় চলছে ‘শিকারী’র শুটিং

কলকাতায় চলছে ‘শিকারী’র শুটিং

shakib-shikari

মঙ্গলবার কলকাতায় শুরু হয়েছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারী’র শুটিং। এতে তার বিপরীতে অভিনয় শ্রাবন্তী।

প্রিয় ডটকম জানায়, ১৫ মার্চ কলকাতার শিয়ালদহ ও বৌ-বাজারে শাকিব খানের দৃশ্যে ধারনের মধ্যে দিয়ে ‘শিকারী’র শুটিং শুরু হয়। আর সকাল থেকে শুরু হয়ে শুটিং চলে সন্ধ্যা পর্যন্ত। শুটিং শেষ করেই একটু বিশ্রাম নিয়ে ব্যায়ামাগারে গিয়ে ঘাম ঝড়িয়েছেন শাকিব।

একটি কিলিং মিশনকে ঘিরে ‘শিকারী’র গল্প গড়ে উঠেছে। ১৯ মার্চ কলকাতায় এই ছবির শুটিংয়ে যোগ দেবেন অমিত হাসান। এছাড়া ২০ মার্চ পর্যন্ত এ ছবির শুটিং চলবে কলকাতার শহরের বিভিন্ন লোকেশনে।

৭ মার্চ রাজধানীর একটি হোটেলে ‘শিকারী’র মহরত হয়। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে।

ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। আরও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।


মন্তব্য করুন