Select Page

কলকাতায় পরমব্রতের মুক্তিযুদ্ধ

কলকাতায় পরমব্রতের মুক্তিযুদ্ধ

bhubonmaji-porombroto১৯৭১ সালে বাংলাদেশের নহির বাউল কলকাতায় যান আকাশবাণীতে গান গাইতে। সেখান থেকে একসময় তিনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেন। সম্প্রতি কলকাতায় এমন কিছু দৃশ্যের শুটিং হলো। আর নহির চরিত্রে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

এটি সরকারি অনুদানের সিনেমা ‘ভুবন মাঝি’র দৃশ্য। মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটির বেশির ভাগ দৃশ্য ধারণ হয় বাংলাদেশে। ২৪ মার্চ থেকে কলকাতায় শুটিং করছেন অপর্ণা, মাজনুন মিজান ও অন্যান্যরা।

পরিচালক ফাখরুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু অংশের দৃশ্য ধারণের কাজ চলছে কলকাতায়। কলকাতার মানুষ নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। এটা আমাদের জন্য অন্য রকম অনুপ্রেরণা।’

অন্যদিকে পরমব্রত বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জানি। মুক্তিযুদ্ধের এই ছবি করতে গিয়ে খুব কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আবার জানলাম। ছবিটি দেখে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ছবিতে যুদ্ধের সময়ের অনেক মানবিক দিক ফুটিয়ে তোলা হয়েছে।’

২ এপ্রিল শুটিং দলের দেশে ফেরার কথা রয়েছে। বাকি অংশের দৃশ্য ধারণ হবে এপ্রিলের ১৪ থেকে ১৭ তারিখ। এই ছবিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, নওশাবা, সুষমা সরকার প্রমুখ।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares