Select Page

কলকাতায় পুরস্কৃত ‘শিকারি’

কলকাতায় পুরস্কৃত ‘শিকারি’

শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার দ্বিতীয় সিনেমা ‘শিকারি’ কলকাতা কালাকার অ্যাওয়ার্ডে ২০১৬ সালের সেরা ছবির সম্মান অর্জন করেছে। সেরা নায়িকা হয়েছেন একই সিনেমার নায়িকা শ্রাবন্তী।

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত ছবিটি আলাদা আলাদা সময়ে দুই দেশে মুক্তি পায়। বাংলাদেশে ব্লকবাস্টার স্ট্যাটাস পেলেও পশ্চিমবঙ্গে ভালো করেনি। এছাড়া মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় মুক্তি পায় ‌‘শিকারি’।

ছবিটির এমন সাফল্যে শাকিব খান বলেন, ‘আমার অভিনীত প্রথম যৌথ আয়োজনের ছবি বিদেশে সেরা ছবির সম্মান পেল। এই ভালোলাগা ভাষায় প্রকাশের মতো নয়। এই ছবির মাধ্যমে আমাদের দেশের লিডিং কোনো হিরোর ছবি প্রথমবার বিদেশি সম্মাননা পেল। এটি একটি বিশাল অর্জন।’


মন্তব্য করুন