Select Page

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গাড়িওয়ালা’

gariwalaআশরাফ শিশির পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ ১০-১৭ই নভেম্বর ভারতে অনুষ্ঠেয় ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুতোষ চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ৮ দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ছবিটি দুই ভাই এবং তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে একরাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাথা…। যে গাড়িকে কেউ কোন দিন হারাতে পারেনি সেই গল্প ‘গাড়িওয়ালা’।

সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, জগন্ময় পালসহ চার শ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। মিডিয়াএইড বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এর কারিগরি সহায়তায় নব্বই মিনিট ব্যাপ্তির ‘গাড়িওয়ালা’ গত ২৫শে মে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পায়। বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘গাড়িওয়ালা’ মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে। এ চলচ্চিত্রের রেডিও পার্টনার এবিসি রেডিও এফএম ৮৯.২ ও ব্লগ পার্টনার ইস্টিশন ব্লগ।

উল্লেখ্য, ‘গাড়িওয়ালা’ সংযুক্ত আরব আমিরাতে গতকাল থেকে শুরু হওয়া শারজাহ্‌ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আভানকা ২০১৪’তে ট্রেইলার ইন মোশন বিভাগে মনোনীত হয় ‘গাড়িওয়ালা’।


মন্তব্য করুন