Select Page

কলকাতা শাকিবকে আবারও চায়

কলকাতা শাকিবকে আবারও চায়

# অক্টোবরে শোনা যায়, কলকাতার সিনেমায় আর দেখা যাবে না শাকিব খানকে
# তীর্যক মন্তব্য করেন এসকে মুভিজের অশোক ধানুকা। শাকিবও জানান, দেশের সিনেমাকে গুরুত্ব দিচ্ছেন
# মাস দুয়েক গড়াতে জানালেন, কলকাতার চার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন

শুরু হয়েছিল যৌথ প্রযোজনা দিয়ে। এরপর কলকাতা একক প্রযোজনায় শাকিব খানকে নিয়ে লাভের বেশিরভাগটাই নিজেরা নিতে চাইল। এ নিয়ে চলল নানা তর্ক-বিতর্ক। কিন্তু ‘নাকাব’-এর পর কলকাতার আর কোনো ছবিতে অভিনয় করতে শোনা যায়নি। তখন শোনা গিয়েছিল, কলকাতায় শাকিবের আর কাজ করা হচ্ছে না।

অক্টোবরের শুরুতে শাকিব খানকে নিয়ে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজের কর্ণধার অশোক ধানুকা তির্যক মন্তব্য করেন। এমনকি শাকিবও সেখানকার ছবির চেয়ে দেশকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান।

সব গুঞ্জনকে উড়িয়ে আবারও কাজ শুরু করতে যাচ্ছেন কলকাতায়। এবার নাকি একসঙ্গে চারটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। তবে এখনই আর কিছু জানাতে রাজি হননি ঢালিউডের এক নাম্বার নায়ক।

শাকিব এখন ‘শাহেনশাহ’র শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির কাজের ফাঁকে সপ্তাহখানেক পর কলকাতায় যাওয়ার কথা রয়েছে তাঁর। তখনই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ছবিগুলো নিয়ে চুক্তি সই করবেন।

এ বিষয়ে শাকিব বলেন, ‘আমার মুখে কুলুপ এঁটে রাখতে হচ্ছে। এখনই কিছু বলা যাবে না। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে এখনই কিছু না বলার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এটুক বলব, আবারও চমক অপেক্ষা করছে।’

বছর দুয়েক আগে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ ছবি দিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের বাজারে পা রাখেন শাকিব খান। এরপর কলকাতার প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের মুখে ‘শাকিব-বন্দনা’ শুরু হয়। কলকাতায়ও শাকিবের অল্প কিছু ভক্ত তৈরি হয়। তবে এ সব সিনেমা মূলত বাংলাদেশের বাজারকে কেন্দ্র করে নির্মিত এমন গুঞ্জন রয়েছে।

‘শিকারি’ ছাড়াও শাকিব খান কলকাতার ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ও ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছেন। এসব ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েল প্রমুখ।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন