Select Page

কাকে অনুসরণ করেন সিয়াম?

কাকে অনুসরণ করেন সিয়াম?

‘পোড়ামন ২’ এর মাধ্যমে বড়পর্দায অভিষেক হচ্ছে ছোটপর্দার সিয়াম আহমেদের। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে মেহেরপুরে। এ নায়ক জানালেন, তিনি অনুসরণ করেন অমর নায়ক সালমান শাহকে।

প্রথম আলোকে এক সাক্ষাৎকারে সিয়াম বলেন, ‘অনুসরণ যদি করতেই হয় তাহলে বলব, আমি সালমান শাহকে অনুসরণ করছি। তিনি বাংলার সিনেমাপ্রেমী প্রতিটি দর্শকের ঘরের নায়ক। তিনি ছবিতে যা-ই করেছেন, তার একটা আলাদা সিগনেচার ছিল। এ কারণেই তিনি সালমান শাহ হতে পেরেছেন।’

বাংলা ছবি দেখেন?— এমন প্রশ্নের উত্তরেও আসে সালমানের নাম। সিয়াম বলেন, “আগে খুব একটা দেখা হয়নি। তবে ছবিতে অভিনয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর কিছু কিছু দেখেছি। গ্রামবাংলার প্রেক্ষাপটে নির্মিত ছবি দেখছি। শেষ দেখেছি সালমান শাহ-শাবনূর অভিনীত ‘সুজন সখী’। সালমান শাহ একজন শহরের নায়ক। তিনি লুঙ্গি পরে গ্রামীণ পটভূমিতেও অভিনয় করে কীভাবে তার হিরো ইজমকে ধরে রাখতে পেরেছিলেন, তা তিনি দেখিয়েছেন।”

তিনি আরো জানান, ‘পোড়ামন’ সিক্যুয়ালের সাফল্যের উপর নির্ভর করবে তার পরবর্তী পদক্ষেপ।

সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। সিয়ামের বিপরীতে আছেন পূজা।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares