Select Page

কাজী হায়াতের নতুন ছবি

কাজী হায়াতের নতুন ছবি

downloadইভটিজিং সর্বশেষ চলচ্চিত্র এমন ঘোষনা দিলেও কাজী হায়াৎ পুনরায় ছবি পরিচালনা করতে যাচ্ছেন। তার অন্যান্য চলচ্চিত্রের মত এই ছবিটিও সামাজিক সমস্যাকে তুলে ধরবে। ছবির নাম ‘সর্বনাশা ইয়াবা’।

বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে সর্বনাশা ইয়াবা। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজী হায়াৎ-পুত্র কাজী মারুফ। তার বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লাক্স তারকা প্রসূন আজাদ।

কাজী হায়াৎ ফিল্মস এর প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র সম্পর্কে কাজী মারুফ বলেন, ”ছবির বক্তব্য মাদকের বিরুদ্ধে। মাদক আমাদের সমাজকে কিভাবে নষ্ট করছে তাই ছবিতে তুলে ধরা হবে। মাদকসেবীর কাছে পরিবার, আত্মীয়স্বজন কারোরই মূল্য থাকে না। এমনকি সে প্রয়োজনে মা-বাবাকেও হত্যা করতে পারে- এটাই ছবির সারসংক্ষেপ।’

আগামী ২৭ ডিসেম্বর থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে।


মন্তব্য করুন