Select Page

কাঞ্চনের মেয়ের বিয়েতে তিন নায়িকা

কাঞ্চনের মেয়ের বিয়েতে তিন নায়িকা

champa-rozina-anjona

৪ আগস্ট ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে হয়ে গেল ইলিয়াস কাঞ্চনের মেয়ে অনির বিয়ে। উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রের বেশ ক’জন তারকা। তবে নজর কেড়েছেন তিন নায়িকা রোজিনা, অঞ্জনাচম্পা

এই তিন নায়িকার বিপরীতেই বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছিলেন কাঞ্চন। বিশেষ করে চম্পার সঙ্গে তার জুটি দারুণ সমাদৃত ছিল।

এছাড়া অনেকদিন পর এ আয়োজন উপলক্ষে দেখা হলো রোজিনা, অঞ্জনা ও চম্পার। তাদের বন্ধুত্বও দীর্ঘদিনের।

champa-rozina-anjona-elias-kanchon

সেদিনের আড্ডা আর বিয়েবাড়ির ভোজ নিয়ে রোজিনা জাগো নিউজকে বলেন, ‘এটাই এখন আমাদের কাছে বিরাট প্রাপ্তি। কেননা, সবাই এত ব্যস্ত হয়ে গেছি যে কারো সঙ্গে কারোর দেখাই হয় না। তাই কাঞ্চনের মেয়ের বিয়ে আমাদের জন্য মিলনমেলা হয়ে গেল। খুব মজা করেছি সবাই মিলে। পুরনো সবদিন আর স্মৃতিরা ফিরে এলো। অনেককে মিসও করেছি।’

এদিকে মানবজমিনকে অঞ্জনা বলেন, দেখতে দেখতে সময় কি করে চলে যায়! অনেক দিন পর আমরা একসঙ্গে আড্ডা দিলাম। আগে যেমন ছবির শুটিংয়ে খুনসুটি করে মজা করতাম, এ অনুষ্ঠানে একত্রিত হয়ে তেমনটাই করলাম। পুরনো অনেক স্মৃতিতে ডুব মেরে সেসবে হারিয়ে গিয়েছি আমরা।


মন্তব্য করুন