Select Page

কানাডায় যেমন কাটছে ববিতার

কানাডায় যেমন কাটছে ববিতার

babitaবাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ববিতা কানাডার ওন্টারিওতে ‘সাধারণ মানুষের’ মতো দিন কাটাচ্ছেন।

ববিতা যেখানে ঢাকার রাস্তায় বের হলে উৎসুক লোকজনের ভিড়ে হাঁটতে পারেন না, সেখানে ওন্টারিওর একটি ভাড়া বাসায় ছেলে অনিক ইসলামের সঙ্গে অনেকটা নির্বিঘ্নেই তার সময় কাটছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে কানাডার প্রভাবশালী দৈনিক টরেন্টো স্টার।

ঢাকায় ববিতা থাকেন গুলশানের বিলাসবহুল এক বাড়িতে। এই বাড়িতে নিজের যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক বেশ কিছু কর্মচারীকে পাশে পান তিনি। অথচ কানাডাতে এখন তাকেই কিনা রান্না পর্যন্ত করতে হচ্ছে!

যদিও ঢাকায় অনেক বিলাসবহুল জীবনযাপন করেন তিনি, তবে কানাডায় সাধারণ জীবনযাপনে বিন্দুমাত্র অভিযোগ নেই তার। বরং ছেলের একেবারে সাধারণ মানুষের মতো কিছুটা সময় কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে বলেই জানালেন তিনি।

কানাডায় মায়ের সঙ্গে সাধারণ মানুষের মতো সময় কাটাতে পেরে খুশি ছেলে অনিকও।

ববিতার ছেলে অনিক কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে কৃতিত্বের সঙ্গেই গ্রাজুয়েশন শেষ করেছেন। আগামী শনিবার অনুষ্ঠেয় ছেলের কনভোকেশন অনুষ্ঠানে যোগ দিতেই এখন কানাডায় অবস্থান করছেন ববিতা।

সূত্র: সমকাল


মন্তব্য করুন