Select Page

‘কানামাছি’-তে চঞ্চল চৌধুরী

‘কানামাছি’-তে চঞ্চল চৌধুরী

2013-06-08-17-13-38-51b36642d244b-untitled-22তৌকীর আহমেদের রূপকথার গল্প, গিয়াসউদ্দিন সেলিমেমনপুরা, গৌতম ঘোষের মনের মানুষ আর মোস্তফা সরয়ার ফারুকীটেলিভিশন—এই চারটি ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী

এবার তিনি অভিনয় করবেন তাঁর পাঁচ নম্বর চলচ্চিত্রে।

ছবির নাম কানামাছি। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালকের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চঞ্চলের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন ছবির নায়িকাসহ অন্য চরিত্রগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে।

কানামাছি ছবির শুটিং শুরু হবে ২০ সেপ্টেম্বর। শুরুতে শুটিং হবে এফডিসিতে। এরপর হবে সিলেট, বান্দরবান ও কক্সবাজারে।

কানামাছি ছবিতে গান থাকছে সাতটি। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমি

সুত্র: প্রথম আলো


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares