Select Page

কালিজা আর জানে ভর করলো নিশো-রাফীর ‘সুড়ঙ্গ’

কালিজা আর জানে ভর করলো নিশো-রাফীর ‘সুড়ঙ্গ’

আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ‘। পরিচালক রায়হান রাফী। দুটোই আগ্রহ জাগানিয়া খবর। টিজার-পূর্বাভাসও বেশ জমিয়ে দিয়েছিল। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এত আয়োজনকে ছাপিয়ে গেল ছবির আইটেম গান।

‘কলিজা আর জান’ নামের আইটেম গানে উদ্দাম নুত্যে ভাসিয়ে দিলেন নুসরাত ফারিয়া। প্রতিপক্ষের ‘নাটক’ বলে বিরুদ্ধ প্রচারণার ঝড় বুঝি থামবে? এই গানে কি ‘সুড়ঙ্গ’ সিনেমা হয়ে উঠল। নুসরাত না কি নিশো— কে টানবে দর্শক, সেটাই বুঝি প্রশ্ন!

নুসরাতের খেমটা নাচে যোগ্য সঙ্গত দিয়েছেন টিভির সুপারস্টার নিশো। তিনি আগেই বলেছিলেন, অভিনয়ের এই অংশে তার অস্বস্তি সবচেয়ে বেশি।

‘কলিজা আর জান’ রাসেল মাহমুদ। সুর-সংগীত দিয়েছেন আরাফাত মহসিন এবং কণ্ঠে তুলেছেন দিলশাদ নাহার কণা। অবশ্য নুসরাত এতটাই জমিয়ে রেখেছেন গানের দুর্বল কথা-সুর বা গায়কীতে মনোযোগ দেয়া লাগে না।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘‘এটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি। আরও অনেক আগে, ‘পরাণ’র আগেই ছবিটা বানাতে চেয়েছিলাম। কিন্তু বাজেট, আয়োজন নানাবিধ কারণে সম্ভব হয়নি। অবশেষে কাজটি করলাম। পুরো ইউনিট অসামান্য পরিশ্রম করেছে। আসলে যখন কোনও কাজে সংশ্লিষ্ট সবাই সৎ থেকে কাজ করে, তখন সেটি মানুষের মন জয় করেই। আমাদের সবার পরিশ্রমের পর যে কাজটা দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’’

ছবিতে নিশোর সঙ্গে থাকছেন তমা মির্জা। নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

গত ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে রঙ বিন্যাসের কাজ। ২০ জুন নাগাদ জমা পড়বে সেন্সর বোর্ডে।


মন্তব্য করুন