
কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমতুল্লাহ’র কিছু গান
শাহনাজ রহমতুল্লাহ বাংলাদেশের একজন কালজয়ী কণ্ঠশিল্পী। তার কিছু গান নিচে দেওয়া হলো—
এক নদী রক্ত পেরিয়ে (আবার তোরা মানুষ হ)
একতারা তুই দেশের কথা
একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়
যে ছিল দৃষ্টির সীমানায়
খোলা জানালায় চেয়ে দেখি
বন্ধুরে তোর মন পাইলাম না
আমি তো আমার গল্প বলেছি
সাগরের সৈকতে কে যেন ডাকে আয় (ছুটির ফাঁদে)
আমি সাত সাগরের ওপার হতে (কত যে মিনতি)
পারি না ভুলে যেতে (সাক্ষী)
ঐ ঝিনুক ফোঁটা সাগর বেলায়
লিংক পাওয়া যায়নি
ঘুম ঘুম ঘুম চোখে (ঘুড্ডি)
ও যার চোখ নাই (তাসের ঘর)
তুমি কি সেই তুমি
তোমার আগুনে পোড়ানো এই দুটি চোখ
যদি চোখের দৃষ্টি দিয়ে
আবার কখন কবে দেখা হবে
ফুলের কানে ভ্রমর এসে (পিচ ঢালা পথ)
স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই
একটু সময় দিলে না হয়(সূর্য উঠার আগে)
আমি যে কেবল বলে তুমি (আগন্তুক)
কে যেন সোনার কাঠি ছোঁয়ায় প্রাণে
শুনেন শুনেন জাঁহাপনা (সাত ভাই চম্পা)
যেভাবে বাঁচি বেঁচে তো আছি
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ