Select Page

‘কিছু আশা কিছু ভালোবাসা’ মুক্তি পাচ্ছে

‘কিছু আশা কিছু ভালোবাসা’ মুক্তি পাচ্ছে

image_1512_364363.gif‘কিছু আশা কিছু ভালোবাসা’র নাম চলচ্চিত্রপ্রেমীদের অজানা নেই। নানা কারণে চলচ্চিত্রটি আলোচনায় আছে। সম্প্রতি ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাবে এমনটিই জানা গেছে নির্মাতা সুত্রে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবির মাধ্যমে এক সাথে অনেকদিন পর পাওয়া যাবে দুই প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীশাবনূরকে। তাদের সাথে আরো আছেন ফেরদৌস

এমএ হালিম কথাচিত্র প্রযোজিত শচীন কুমার নাগের গল্প ও সংলাপ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নবাগত জুটি আবির ও হ্যাপি এবং ইলিয়াস কোবরা, শিমুল খান, মাকুরা প্রমুখ।

ছবির সবক’টি গান লিখেছেন সুদীপ কুমার দীপ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন জে কে, আরফিন রুমি ও আহমেদ হুমায়ুন। সিডি চয়েসের ব্যানারে বর্তমানে ছবিটির গানের অ্যালবাম বাজারে পাওয়া যাচ্ছে।


মন্তব্য করুন