Select Page

আশরাফ শিশিরের ‘একটি অর্ধেক প্রেমের গল্প’

আশরাফ শিশিরের ‘একটি অর্ধেক প্রেমের গল্প’

a1প্রথম চলচ্চিত্র ‘গাড়িওয়ালা‘ মুক্তির আগেই নির্মাতা আশরাফ শিশির ঘোষনা দিলেন আরেকটি পুর্ণদের্ঘ্য চলচ্চিত্রের, নাম ‘একটি অর্ধেক প্রেমের গল্প’। সম্প্রতি হয়ে গেল চলচ্চিত্রটির অডিশন। দেশের সর্বপ্রথম অনলাইন সোশ্যাল নেটওয়ার্ককেন্দ্রিক সংগঠন ‘আমরা একটা সিনেমা বানাবো’ এর আয়োজনে অডিশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ তরুণ তরুণ অংশগ্রহন করে।

ছবিটির অন্যতম প্রধান চরিত্রে রুপদান করছেন সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান ইমু, সুমনা সোমা ও ক্যাটরিনা। আর বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন কোলকাতার একজন বিখ্যাত অভিনেত্রী।

অনুষ্ঠানে বর্তমান চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে আশরাফ শিশির বলেন, ডিজিটাল চলচ্চিত্রের নামে দেশে আবার সেই কাট-কপি-পেষ্ট নোংরামী শুরু হয়েছে। দর্শকেরা ঝকঝকে ছবি ও শব্দ এবং অবশ্যই পুরো সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছে বিপুল আগ্রহ নিয়ে। গিয়ে তারা দেখছে যে এই ছবিটি তাদের আগেই দেখা হয়ে গেছে কোলকাতা-দক্ষিণ ভারত অথবা মুম্বাই এর কোন ছবিতে । এর ফলে যা হবে তা হচ্ছে, খুব কম সময়ের মধ্যে আগ্রহী দর্শকের সংখ্যা যেমন বেড়ে যাবে, প্রতারিত হওয়ার পর তা দ্রুতগতিতে কমতে থাকবে। এই আশংকাকে রুখে দিতে হবে, রুখে দিতে হবে বিদেশী ছবির আমাদের দেশে হলে প্রদর্শনের গভীর ষড়যন্ত্রটিও।

তিনি তার নতুন ছবি সম্পর্কে বলেন, ‘একটি অর্ধেক প্রেমের গল্প’ শেষ পর্যন্ত এমন এক ভালবাসার গল্প, যা আগে কেউ কোনদিন দেখেনি, শোনেনি। রাজধানী ঢাকাকে ঘিরে গড়ে ওঠা গল্পটি শেষপর্যন্ত আবর্তিত হয়েছে একটি থ্রিলারে, আর বাদ পড়েনি দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যের। প্রেম-যৌনতা-বিরহ-ড্রাগস-নাগরিক যন্ত্রণার ভেতর দিয়ে একটি শ্বাশ্বত সুন্দর জীবনের হাতছানি দর্শককে প্রলুব্ধ করবে বেঁচে থাকার লড়াইয়ে জিততে।

চলচ্চিত্রটির ১ম লটের শুট্যিং শুরু হচ্ছে কক্সবাজারে আগামী ৯ সেপ্টেম্বর থেকে । চলচ্চিত্রটি প্রযোজনা করছে মিডিয়াএইড বাংলাদেশ

 


মন্তব্য করুন