Select Page

কী যাদু স্বপ্নজালে? (ট্রেলার)

কী যাদু স্বপ্নজালে? (ট্রেলার)

‘আমার মনটাকে তোমার কাছে রেখে গেলাম, মনটাকে তুমি বসতে দিও, মুড়ি-মুড়কি খেতে দিও, আর জলের গ্লাস দেয়ার ছলে একটু শুধু ছুঁতে দিও!’

সংলাপটি ‘স্বপ্নজাল’ সিনেমার। সম্প্রতি প্রকাশ হওয়া ট্রেলারে এমনটা শোনা গেল। সাথে অপূর্ব কিছু দৃশ্য ও সংলাপ।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ছবিটি নিয়ে দর্শক প্রত্যাশার অন্ত নেই।

‘স্বপ্নজাল’ মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। প্রধান দুই চরিত্রে আছেন পরী মনি ও ইয়াশ রোশান।

 


Leave a reply