Select Page

কী হবে অনন্য মামুনের তিন সিনেমার?

কী হবে অনন্য মামুনের তিন সিনেমার?

একের পর এক সিনেমার ঘোষণা আর শুটিং ফ্লোরে যাওয়া জুড়ি ছিল না অনন্য মামুনের! ‘ছিল’ বলছি এ কারণে— সম্প্রতি আদম পাচারের অভিযোগে মালয়েশিয়ায় আটক হয়ে নিষিদ্ধ হয়েছেন পরিচালক সমিতি থেকে। এছাড়া দেশটির আদালতে কারাদণ্ডও মিলতে পারে।

এ সব মিলিয়ে প্রশ্ন দেখা দিয়েছে— কী হবে অনন্য মামুনের নির্মিতব্য তিন সিনেমার?

এর মধ্যে কিছুদিন আগে ‘বন্ধন’ সিনেমার ফার্স্টলুক টিজার প্রকাশ হয়েছে। অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শিপন মিত্র’সহ অনেকে। টিজারটি আলোচনাও তুলেছিল। কিন্তু অনন্য মামুনের অবর্তমানে কী হবে ‘বন্ধন’-এর— জানা যায়নি। শুধু মামুন নয়, সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত লাইভ টেকনোলজির বিরুদ্ধেও উঠেছে মানব পাচারের অভিযোগ।

গত বছর বেশ ঘটা করে দুটি যৌথ প্রযোজনার সিনেমায় হাত দেন অনন্য মামুন। যদিও তার প্রতিষ্ঠান অ্যাকশন-কাটের অন্তর্ভুক্তিতে অনেকেই নামমাত্র বলে উল্লেখ করেছেন। এর মধ্যে একটি সিনেমা হলো শাকিব খান-শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ‘চালবাজ’। সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। বছরের শেষদিকে হায়দ্রাবাদে হয় সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং। সেই সময় শুটিং পরিচালনা করেন ভারতের জয়দীপ মুখার্জি। ঢাকায় মামুন ব্যস্ত ছিলেন অন্য সিনেমার কাজে!

একই নির্মাতার সঙ্গে এক লটে লন্ডনে শুটিং হয় ‘তুই শুধু আমার’ সিনেমার। অভিনয় করছেন মাহি, সোহম, ওম ও আমান।

দুই সিনেমায় ভারতীয় প্রতিষ্ঠান হিসেবে আছে এসকে মুভিজ।

উল্লেখযোগ্য, এসকে মুভিজের সঙ্গে মিলে কয়েকবছর আগে অনন্য মামুন বানিয়েছিলেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’। ভারতীয় কলা-কুশলী নির্ভর সিনেমাটি যৌথ প্রযোজনার ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া নতুন দুই সিনমার কোনোটিরই শুটিং হয়নি বাংলাদেশে।

এখন দেখার পালা নিজেদের লগ্নি বাঁচাতে সিনেমা তিনটির প্রযোজকরা কী করেন?


মন্তব্য করুন