Select Page

কুসুমের ‘নেশা’য় অসন্তুষ্ট হয়ে আইনি নোটিশ

কুসুমের ‘নেশা’য় অসন্তুষ্ট হয়ে আইনি নোটিশ

৩ আগস্ট বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় অভিনেত্রী কুসুম শিকদারের  মিউজিক ভিডিও ‘নেশা’। এতে খোলামেলা অবতারে হাজির হন কুসুম। এ নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। এবার সেই সমালোচনার সঙ্গে যুক্ত হলো আইনি নোটিশ।

এতে বলা হয়, কুসুম শিকদার ও মডেল খালেদ হোসাইন সুজনকে খোলামেলা-আবেদনময়ী উপস্থিতির কারণে মিউজিক ভিডিওটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার জন্য।

রবিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব গানটির প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গবিডিকে ই-মেইল, ডাক ও কুরিয়ারের মাধ্যমে এই নোটিশ পাঠান। বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্য সচিবকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নেশা’ ভিডিওটি শুরুই হয় ‘চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারাদেহে তোমার নেশা, তোমায় পান করে….জ্ঞান হারাই, হই মাতাল’—এমন উত্তেজক কথার আবৃত্তি দিয়ে।’

এতে ঐ আইনজীবী আরও উল্লেখ করেন, ‘ভিডিওতে একের পর এক আপত্তিকর যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য আছে। এতে ৫টা গোসলের দৃশ্য, ৭টা সুইমিং পুলের দৃশ্য, ১টা শয্যাদৃশ্য ও ৩টা চুম্বনের দৃশ্য রয়েছে। গানের কথার সঙ্গে এসব দৃশ্যের কোনও মিল বা সংযোগ নেই। নিতান্তই গানকে দ্রুত জনপ্রিয় করার সস্তা রাস্তা হিসেবে ওই সব দৃশ্য সংযোজন করা হয়েছে। এমনকি ভিডিওটির কভার ছবিও অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর। এমন ধরনের অশ্লীল ভিডিও তৈরি প্রকাশনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও পর্নোগ্রাফি আইন, ২০১২-এর ৮ ধারা মতে দণ্ডনীয় অপরাধ।’

চিঠিতে বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্য সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে ভিডিওটি সরানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে ইউটিউব ও অনলাইনে মিউজিক ভিডিওর নামে শরীর সর্বস্ব ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রকাশনা মনিটরিং, রোধ ও বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী এক মাসের মধ্যে বর্তমানে অনলাইনে বিদ্যমান অশ্লীল ভিডিওগুলো সরানোর অনুরোধ করা হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চিঠি প্রদানকারী আইনজীবী।

কুসুমের নিজের লেখায় গানটির সুর-সংগীত করেছেন হৃদয় খান। আর ভিডিওটি নির্মাণ করেছেন যৌথভাবে শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।

১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল অভিনেত্রী কুসুম সিকদারের একমাত্র একক অ্যালবাম। এরপর মাঝেমধ্যে গান করেছেন। তবে অভিনয়েই বেশি সময় দিয়েছেন। দীর্ঘ বিরতির পর প্রকাশ পায় ‘‌নেশা’র অডিও-ভিডিও


মন্তব্য করুন