Select Page

কেমন লাগল ‘জান্নাত’ টিজার?

কেমন লাগল ‘জান্নাত’ টিজার?

সাইমন সাদিক ও মাহি অভিনীত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছে ৫ বছর আগে। সেই ছবির স্মৃতি এখনো অনেক মনে জেগে ওঠে। দীর্ঘ বিরতির পর ভিন্ন গল্পে তাদের অনেক হিসেব-নিকেশ মেলাতে হচ্ছে।

এবারের উপলক্ষ ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমাটি আলোচনায় আছে সেই নির্মাণ থেকে। বৃহস্পতিবার প্রকাশ হওয়া টিজার সেই আলোচনা উস্কে দেবে নির্ঘাত।

দর্শকের আগে থেকে জানা, ছবিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় আছেন মাহি। পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। বাকি ছিল প্রথম ঝলকের।

হ্যাঁ, প্রেমের গল্প হলেও তার সঙ্গে জড়িয়ে গেছে হাল জামানার অন্যতম সমস্যা জঙ্গিবাদ। টিজার জানাচ্ছে, মাহির প্রেমিক সাইমনও জড়িয়েছে জঙ্গিবাদে। তার আছে নির্দিষ্ট মিশন ও ভিশন। তার মধ্যে এসে পড়ে প্রেম।

প্রেমিকের বিশ্বাস সমাজ-রাষ্ট্রের মতো প্রেমিকার মনে নিয়ে আসে দ্বিধা। ফলাফলে অনুরাগের মাঝে বেজে উঠে বিরাগের সুর।

এখন দেখার বিষয় ভিন্নমাত্রার এ গল্পকে কতটা সফলভাবে পর্দায় তুলে আনতে পেরেছেন মানিক। আর আপনারাও জানাতে পারেন কেমন হলো টিজার, সিনেমাটি নিয়ে প্রত্যাশা কী?

সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।


মন্তব্য করুন