Select Page

কেমন হবে অমিতাভের নতুন ছবি?

কেমন হবে অমিতাভের নতুন ছবি?

‘আয়নাবাজি’র সফলতার পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। নতুন এই ছবিটির চিত্রনাট্য লিখছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়েন্টিকো’র লেখক শব্ররী জোহরা আহমেদ। ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হবে এই ছবিটি।

চলতি বছরের যেকোনো সময় থেকে ছবিটির কাজ শুরু হবে। তবে ছবিতে অভিনয় করবেন কারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিদেশি শিল্পীও থাকতে পারে ছবিটিতে। অমিতাভ রেজা বলেন, ‘আমার আগের ছবিটিতে দর্শক সমাজের এক বাস্তব চিত্র দেখেছেন। এই ছবিতেও সমাজের বাস্তবতা উঠে আসবে। আমাদের সামাজিক বাস্তবতা আমাকে সবসময় ভাবায়। সেই বিষয়গুলোই আমি চলচ্চিত্রের মধ্য দিয়ে দর্শকদের দেখাতে চাই।’

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন