Select Page

কোথায় আছে ‘অস্তিত্ব’

কোথায় আছে ‘অস্তিত্ব’

11947624_10200921401275039_1996125767749171200_nঅনন্য মামুনের ‌‘অস্তিত্ব’র সবচেয়ে বড় চমক হলো গল্প। এর পর আছে চরিত্র বাছাই। প্রথমবারের মতো বড়পর্দায় এক করলেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশাকে। সবশেষে বলতে হয় গোছানো শুটিং শিডিউলের কথা। বড় তারকাদের নিয়ে কাজ করেও খুবই দ্রুত শেষ করে এনেছেন সিনেমাটির চিত্রায়ন। বাকি আছে শেষ ধাপের শুটিং।

সেপ্টেম্বরে শুরু হয়েছিল ‘অস্তিত্ব’র শুটিং। দুই লটের কাজ শেষ করে মঙ্গলবার থেকে শেষ ভাগের শুটিং শুরু করছেন মামুন।

ostisto-shuvo-tisha

প্রথম ভাগের শুটিং শুরু হয় তিশাকে নিয়ে। তখন অস্ট্রেলিয়াতে ‘মৃত্যুপুরী’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন শুভ। সেখান থেকে ফিরে চলতি মাসের ১০ তারিখ তিনি শুটিংয়ে অংশ নেন। প্রথম দুই লটের শুটিং হয়েছে ঢাকা, সিলেট ও ভোলায়। এবার শুরু হচ্ছে শেষ ভাগের শুটিং। সবকিছু ঠিক থাকলে ২৭ অক্টোবর থেকে টানা শুটিং চলবে ৪ নভেম্বর পর্যন্ত। আর শুটিং হবে ঢাকা, বান্দরবান, রাঙামাটিসহ বেশকিছু লোকেশনে।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা আজিম ও কাবিলা।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares