Select Page

কোথায় যেন আটকে আছেন শখ

কোথায় যেন আটকে আছেন শখ
2.jpg_3519_0.2মডেল্ ও অভিনেত্রী শখ চলচ্চিত্রে অভিনয় করেছেন এটা পুরানো খবর। দুটি চলচ্চিত্রের পর যেন থমকে। তিনি নিজেও জানেন না কবে নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছেন।
তার প্রথম ছবি ছিল এম বি মানিকের ‘বলো না তুমি আমার’, বিপরীতে ছিলেন শাকিব খান। ছবিটি দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল।
দ্বিতীয় ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’। শখ আশা করছেন এটি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে।
কিন্তু নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে কি অনেক ছবির অফার আসছে প্রতিনিয়ত। কিন্তু গল্প, চরিত্র কোনোটাই পছন্দ হচ্ছে না।


Leave a reply