Select Page

ভালোই যাচ্ছে সাইমনের দিনকাল

ভালোই যাচ্ছে সাইমনের দিনকাল

60698_e7সাইমদুটি চলচ্চিত্রের পর চাঙ্গা হয়ে উঠেছে সাইমনের ক্যারিয়ার। তার অভিনয় ও দর্শক-পরিচালক চাহিদা থেকে তা-ই দৃশ্যমান।

জাকির হোসেন রাজুর ‘জ্বি হুজুর’ ছবির মাধ্যমে দর্শক সম্মুখে নিয় আসেন এ নায়ক। ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও সাইমন প্রশংসিত হন।

দ্বিতীয় ছবি ‘পোড়ামন‘র পরিচালকও রাজু। ছবিটি দারুনভাবে সফল হয়। সাইমনের পর্দা সাবলীল অভিনয়ের সঙ্গে দর্শক একাত্মতা প্রকাশ করেছেন।

বলা হচ্ছে, ঢাকার চলচ্চিত্রে আরও একজন নায়কের স্থান পোক্ত হয়েছে।

সাইমনকে নিয়ে তাই দারুণ আশাবাদী জাকির হোসেন রাজু। তিনি বলেন, পোড়ামন’ ছবির মধ্য দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাইমন। ঢাকার চলচ্চিত্রে আগামী দিনের দর্শক পছন্দের সেরা নায়ক হবে এই সাইমনই। দর্শকও তাকে বেশ পছন্দ করেছেন।

দেখা যাক সময় কি বলে।

সাইমন অভিনীত নির্মাণ চলতি ও মুক্তি অপেক্ষায় আছে পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালবাসা যায় না’ ও ‘ভুলতে পারি না তারে’, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’ এবং সায়মন তারেকের পরিচালনায় ‘সরি ম্যাডাম’।

এছাড়া চলতি সপ্তাহে আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সাইমন জানিয়েছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন