Select Page

‘ক্রাইম রোড’র জ্যাম ছাড়াচ্ছেন শায়লা

‘ক্রাইম রোড’র জ্যাম ছাড়াচ্ছেন শায়লা

saila-sabiসায়মন তারিকের নির্মিতব্য ‘ক্রাইম রোড’ সিনেমার দুটি গান ছাড়া বাকি দৃশ্যের শুটিং শেষ। শুধুমাত্র শায়লা সাবির শিডিউল সমস্যার কারণে এক বছরেও ক্যামেরা ক্লোজ হয়নি।

এবার ৫ আগস্ট শুটিংয়ে অংশ নেওয়ার কথা দিয়ে ‘ক্রাইম রোড’র জ্যাম ছাড়াচ্ছেন শায়লা।

এ প্রসঙ্গে সায়মন তারিক রাইজিংবিডিকে বলেন, ‘শায়লা সাবির কারণে এতদিন শুটিং করতে পারিনি। তিনি রহস্যজনকভাবে উধাও ছিলেন। তাকে ফোন করলে রিসিভ করত না। বাসায় কাউকে পাঠালে দেখা করত না। আমি নিজে গিয়েও তার সঙ্গে দেখা করতে পারিনি। এ ছাড়াও বিভিন্ন অযুহাত তিনি দেখাতেন।’

আরো বলেন, ‘অবশেষে আগামী ৫ আগস্ট শুটিংয়ে অংশ নেয়ার তারিখ দিয়েছেন। রাজধানীর বিভিন্ন লোকেশনে দুটি গানের শুটিং করব। এতে শায়লা সাবি অংশ নিবেন বলে আমাকে কথা দিয়েছেন।’

অ্যাকশন ধাঁচের এ সিনেমায় আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, শাহরিয়াজ, জেফ, বিপাশা কবীর, রুমাই নোভিয়া, শিশির, সাদিয়া আফরিন, সজল, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহমেদ ও আহমেদ শরীফ।


মন্তব্য করুন