Select Page

ক্রিকেট নিয়ে সোহানের ছবি

ক্রিকেট নিয়ে সোহানের ছবি

কিছুদিন আগে ফুটবল নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পিএ কাজল। বর্তমানে তার কোনো অগ্রগতি নেই। এবার ক্রিকেট নিয়ে সিনেমা নির্মাণের ঘোষনা দিলেন সোহানুর রহমান সোহান। খবর কালের কণ্ঠ।

রোমান্টিক ঘরানার ছবি করে সুনাম অর্জন করেছেন সোহান। সালমান শাহ, মৌসুমী, শাকিল খান থেকে শুরু করে শাকিব খানের মতো তারকা তার হাতেই গড়া। এবার ক্রিকেট নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। এরই মধ্যে গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন। বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও। তারাও সাহায্য করবেন বলে কথা দিয়েছেন।

সোহান এখন ছবির পাত্র-পাত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত। বলেন, ‘সব সময়ই নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এটিও নতুনদের নিয়ে করতে চাই। তবে পার্শ্বচরিত্রে বেশ কয়েকজন পরিচিত মুখ নেব। ছবির গল্পে ক্রিকেটারদের খেলার পাশাপাশি ব্যক্তিজীবনের হাসি-আনন্দ, দুঃখ-কষ্টগুলো উঠে আসবে। শুধু তাই নয়, ক্রিকেটপ্রেমীদের ভালো লাগা, মন্দ লাগাটাও তুলে ধরার চেষ্টা করব। ’

খুব শিগগির ছবির নাম ও পাত্র-পাত্রী চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানান সোহান।


মন্তব্য করুন