Select Page

ক্রু/ হিন্দি সিনেমা আমদানিতে যোগ দিল স্টার সিনেপ্লেক্স

ক্রু/ হিন্দি সিনেমা আমদানিতে যোগ দিল স্টার সিনেপ্লেক্স

এতদিন ইংলিশ সিনেমা আমদানি করলেও এবার হিন্দি আনার দৌড়ে শামিল হলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই সূত্রে বলিউডের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা ‘ক্রু’।

২৯ মার্চ বলিউডের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। এতে আছেন টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন।

আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ।

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে জানিয়ে মেজবাহ বলেন, ‘ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না, তাই ঈদের আগে সিনেমাটি চালাব। প্রথমবারের মতো আমরা সিনেমা আমদানি করছি।’

সাম্প্রতিক সময়ে ঢাকায় একাধিক হিন্দি সিনেমা ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে শাহরুখ খান অভিনীত ছবি ছাড়া অন্যগুলো তেমন সুবিধা করতে পারেনি। তবে গড়পরতায় ভারতীয় সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের চেয়ে মাল্টিপ্লেক্সে বেশি ব্যবসা করেছে।


মন্তব্য করুন