Select Page

খান আতা ইস্যুতে এফডিসিতে ‘দুঃখের কিছু কথা বলতে চাই’

খান আতা ইস্যুতে এফডিসিতে ‘দুঃখের কিছু কথা বলতে চাই’

খ্যাতিমান অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমানকে সম্পর্কে সম্প্রতি ‘রাজাকার’ মন্তব্য করেছেন নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

এছাড়াও খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ‘‘আবার তোরা মানুষ হ’ এটাও একটি নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের সে বলতেছে আবার তোরা মানুষ হ— ‘আরে তুই মানুষ হ’  তাই না। তুই মানুষ হ তুই তো রাজাকার ছিলি।”

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আবার তোরা মানুষ হ নামে ছবি করাও ছিল অপমানজনক। উদ্দেশ্যেমূলক শিরোনামে এই সিনেমা বানানো। রাজাকাররা মানুষ হ সিনেমা নির্মাণ করা উচিত ছিলো।’

এই ইস্যুকে ঘিরেই এফডিসিতে ‘দুঃখের কিছু কথা বলতে চাই’ শিরোনামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে চলচ্চিত্র পরিবার। ১৯ অক্টোবর সকাল ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি প্রদর্শিত করা হবে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘‘দুঃখের কিছু কথা বলতে চাই’ শিরোনামে এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে খান আতা সাহেবকে নিয়ে কথা বলা হবে এবং ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি প্রদর্শিত হবে এমনকি সিনেমাটি নিয়েও আলোচনা হবে।’’

খান আতাকে নিয়ে কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র পাড়াসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা। চলচ্চিত্রাঙ্গনের অনেকে তার পক্ষে বিপক্ষে কথা বলছেন। বিষয়টি সমাধানের লক্ষেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।


লেখক সম্পর্কে বিস্তারিত

মন্তব্য করুন