Select Page

খাস জমিন মুক্তি পাবে অক্টোবরে

খাস জমিন মুক্তি পাবে অক্টোবরে

ঢাকা শহরে ইতোমধ্যেই একদফা পোস্টার প্রচারণা চালানো হয়ে গেছে। পোস্টারে অবশ্য খাস জমিনের উপর দিয়ে চলে যাওয়া গাড়ির চাকার দাগ ছাড়া আর কিছু নেই। পোস্টারটি জনমনে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এবার জানা গেল আগামী ২০ অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে  চলচ্চিত্র খাস জমিন। 

সরোয়ার হোসেন পরিচালিত খাস জমিন ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বিপাশা কবির। ছবিতে সাইমন একজন ভূমি কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন।

 নির্মাতাসূত্রে জানা গেছে, গরীব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে।  ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজিত এ সিনেমায় সাইমন-বিপাশা ছাড়াও অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares