Select Page

খোকনের পরিচালনায় মাহি-শুভ

খোকনের পরিচালনায় মাহি-শুভ

Mahia mahi zayed khan and filmmkaer badiul alam khokonআরিফিন শুভ এবং মাহিয়া মাহি বর্তমানে ব্যস্ত রয়েছেন দীপঙ্কর দীপনের পরিচালনায় নির্মানাধীন ঢাকা অ্যাটাক ছবির অভিনয়ে। এরই মাঝে নতুন ছবিতে জুটিবদ্ধ হবার সংবাদ পাওয়া গেল। আগামী এপ্রিল থেকে শ্যুটিং শুরু হতে যাওয়া এ ছবিটি পরিচালনা করবেন গত কয়েক বছরে একাধিক ব্যবসা সফল ছবির নির্মাতা বদিউল আলম খোকন। খবর বাংলানিউজ

ছবির কাজ শুরুর সময় নির্ধারিত হলেও নির্দিষ্ট হয়নি ছবির নাম। তবে জানা গেছে – ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চিত্রনায়ক জায়েদ খান।

পরিচালকের বরাতে পত্রিকাটি জানিয়েছে, মাহির সাথে চুক্তির কাজ সম্পন্ন হলেও ব্যস্ততার কারণে শুভর সাথে এখনো লিখিতভাবে চুক্তি হয় নি। তবে শীঘ্রই তাকে চুক্তিবদ্ধ করা হবে।


মন্তব্য করুন