Select Page

আগামীকাল জাতীয় নাট্যশালায় ‘গণ্ডার’

আগামীকাল জাতীয় নাট্যশালায় ‘গণ্ডার’

আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের নাটক ‘গণ্ডার’। ফরাসী লেখক ইউজিন আইনেস্কোর নাটক ‘দ্য রাইনোস’ থেকে রূপান্তরিত নাটকটির নির্দেশনায় রয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

আইনেস্কো নাটকটি লিখেছেন ১৯৫৯ সালে। ‘গণ্ডার’-এ তিনি চারপাশে ঘটে যাওয়া নানা অন্যায়-অবিচারকে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। নাটকটির বাংলা রূপান্তর করেছেন জহুরুল হক। প্রাচ্যনাট ২০০৩ সালে প্রথম ‘গণ্ডার’ মঞ্চে আনে।

নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক ইমন পরিবর্তন ডট কম-কে জানান, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সদা সোচ্চার বেরেঞ্জারকে নানাভাবে অপদস্থ হতে হয়। তার বন্ধুরা তাকে নানাভাবে নিবৃত্ত করতে চেষ্টা করেন। কিন্তু বেরেঞ্জার তাদের কথা শোনে না। একদিন সে দেখে তার বন্ধুরা সব ধীরে ধীরে গণ্ডারে পরিণত হয়ে যাচ্ছে। তার প্রিয় বন্ধু জেন ও সেক্রেটারি ডেইজিও গণ্ডারে পরিণত হয়। তখন বেরেঞ্জার মানবতা রক্ষার কঠিন দায়িত্ব কাঁধে নেয়।

‘গণ্ডার’-এ অভিনয় করছেন আজাদ আবুল কালাম, মনিরুল ইসলাম, ঋতু সাত্তার, সাইফুল ইসলাম জার্নাল, কাজী রাজে‌শ, বিলকিস জাহান জবা, মো. রফিক, ফরহাদ হামিদ, আল আমিন খন্দকার, প্রজ্ঞাসহ অনেকে। সঙ্গীত পরিচালনা করছেন রাহুল আনন্দ।


মন্তব্য করুন